বিষয়টা অত্যন্ত গ্লানিকর হলেও অসত্য নয় যে বিভিন্ন অসৎ ও অবৈধ কাজে দেশের রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে অটুট ঐক্য লক্ষ করা যাচ্ছে। যেমন নদী দখল-দূষণ, বনভূমি ধ্বংস ও আত্মসাৎ, পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, বালু উত্তোলন, পাথরচুরি, এমনকি সুন্দরবনে আগুন দিয়ে বনভূমি ধ্বংস-দখল এবং পানিতে বিষ দিয়ে প্রাণবৈচিত্র্য বিলুপ্তি। এসব অপকর্ম এক একটা সিন্ডিকেট করে চলেছে। আর তাতে যোগসাজশ থাকে প্রায় সব রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের দুর্বিনীত দুর্বৃত্ত নেতা-কর্মীদের। যাদের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। সর্বশেষ কেলেঙ্কারিটা সম্প্রতি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের লজ্জাজনক ঘটনায়। দুর্ভাগ্য যে, এই পাথর-ডাকাতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি এবং বর্তমানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আছেন। দুদক বলছে, এ ছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা বা সংশ্লিষ্টতা ছিল। কী দুর্ভাগ্য! যারা জনপ্রতিনিধি ছিলেন বা হবেন, বিভিন্ন পর্যায়ে দেশ পরিচালনায় অংশ নেবেন, তারা যদি তস্করবৃত্তিতে নিয়োজিত হন- তাদের কাছে জনগণের কোনো প্রত্যাশা অবশিষ্ট থাকে? আর যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত, তারাও যদি নিষ্ক্রিয়তার সহায়তা দিয়ে ভক্ষকদের সহযোগী ও অংশীদার হন- তাহলে আর কার ওপর ভরসা রাখবে মানুষ? এ কলঙ্ক থেকে মুক্ত হতে হবে জাতিকে। প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় দায়ী হবেন- তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ সব মহলের। আর সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে জনগণের দাবি- বিপথগামী, দুর্বৃত্ত ও দুরাচারী নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দলের নাম ভাঙিয়ে, স্থানীয় নেতাদের মদতে যারা হাজারটা অপকর্মে লিপ্ত হয়ে দলের সার্বিক মর্যাদা ধূলিসাৎ করছে, জনপ্রিয়তায় ধস নামাচ্ছে- তাদের স্থায়ীভাবে বহিষ্কার করুন। ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ এই প্রাচীন প্রবচন শিরোধার্য করুন। নতুন বাংলাদেশ দুর্বৃত্তায়নের রাজনীতি সমর্থন করবে না। গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত জানাবে ব্যালট বাক্সে। ফলে সাবধান-হুঁশিয়ার।
শিরোনাম
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি