নেত্রকোনার আটপাড়ায় কিশোরকে পিটিয়ে ভাইরাল হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, আটপাড়ায় ভিজিএফের চাল দেওয়া কর্মসূচিতে দুর্জয় নামের এক কিশোরকে পেটান ইউএনও রুয়েল সাংমা। গত ২৪ মার্চ ওই ঘটনা ঘটলেও ভিডিওটি প্রকাশ্যে আসে ১০ আগস্ট। এদিকে কিশোরকে পেটানোর ঘটনায় রায়হান নামের এক ব্যক্তি আটপাড়া আমলি আদালতে মামলা করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, রুয়েল সাংমাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হলো।