পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির গায়ের রং ধূসর বর্ণের এবং পেট সাদা। প্রায় ২ ফুট দৈর্ঘ্যের এ সাপটি প্রথমে ওয়াটার বাইক চালকরা দেখতে পায়। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন।
পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নকর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানি সাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এরা কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিয়ারিতে এসে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে বনবিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই