ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে গতকাল ছুটির দিনেও ক্যাম্পাসে ছিল নির্বাচনের আমেজ। বিভিন্ন প্রার্থী ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় এবং সংবাদ সম্মেলনে নিজেদের অঙ্গীকার জানাতে। জুমার নামাজ শেষে সংবাদ সম্মেলন করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় তাঁরা সংবাদ সম্মেলনও করেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদসহ সমাজমাধ্যমে বিভিন্ন গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি নিঃসন্দেহে নির্বাচনি পরিবেশের জন্য হুমকি।
বিজয় একাত্তর হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় করেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। পরে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন শিবিরের ‘ঐকমত্য শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। এ সময় সাদিক কায়েম বলেন, ১০৪ বছর পার হওয়ার পরেও ঢাবি শিক্ষার্থীদের আবাসনসংকটে ভুগতে হচ্ছে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হলে আবাসনসংকটসহ সব সুযোগসুবিধার জন্য কাজ করব।
ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারসহ অনেকে। এরপর তাঁরাও বেলা ৩টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন। এ সময় ভিপি পদপ্রার্থী আবদুল কাদের বলেন, আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, তাহলে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করব। বিশ্ববিদ্যালয়ে আমরা এক বেড, এক মানুষ ও এক টেবিল নিশ্চিত করতে চাই। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনের আচরণবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে ‘উদাসীনতার’ অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া উচিত, তারা তা নিচ্ছে না। প্রশাসনের এ ধরনের উদাসীনতার ফলে নির্বাচনের দিন বিশৃঙ্খলা তৈরি হতে পারে।’ এ সময় ডাকসু ও হল সংসদ নির্বাচনে বেশ কয়েকটি হলের ভোট কেন্দ্রে পরিবর্তন আনার দাবিও জানান উমামা।
এ ছাড়া গতকাল বিকালে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে প্রার্থীদের সাইবার বুলিং এবং হেনস্তার অভিযোগ তোলেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে মনোনীত ডাকসুর মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিশু। তিনি বলেন, ‘ডাকসু কেন্দ্র করে নারী শিক্ষার্থীসহ যে কোনো প্রার্থীকে অনলাইনে সাইবার বুলিং বা হেনস্তার শিকার হতে হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো শক্ত অবস্থান দেখতে পাইনি। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বুলিং রুখতে ঢাকা মেট্রোপলিটনের সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেবে এবং সাইবার সেল গঠন করবে।’
প্রচারের বিলবোর্ড-ব্যানার সরানোর নির্দেশ : ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচারমূলক বিলবোর্ড-ব্যানার টানানো হয়েছে। সেগুলো অনতিবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল দুপুরে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই নির্দেশ দেওয়া হয়।
প্রার্থিতা স্থগিতদের আপিলের সুযোগ থাকছে আজ : ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে, তারা আজ আপিলের সুযোগ পাচ্ছেন। জানা গেছে, আগামীকাল এসব আপিল নিষ্পত্তি করে প্রার্থিতা ফেরত পাবেন কি না জানিয়ে দেবে কমিশন।