গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোঃ নয়ন গাজীপুর মহানগর এর পুবাইল এলাকার মজিবর ফরাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, টঙ্গীর বউবাজার এলাকার জনৈক হাবিবের বহুতল ভবনের ব্যাজমেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন নয়ন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এএম