ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। কুমিল্লায় লরি উল্টে দুটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। গতকাল দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। উদ্ধারকাজে দেরি হওয়ায় মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হলে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত থাকে। স্থানীয়রা জানান, ঢাকামুখী লরিটির সামনে একটি বাস পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে। এতে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। ঘটনায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘লাশ উদ্ধার করেছি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছি। ভারী লরি উদ্ধারে কিছু সময় লেগেছে।’ এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। আহত ইমন (২০) একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন ও পরস্পরের বন্ধু। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীনগরে রাজমিস্ত্রির কাজ করতেন ওই চারজন। কাজ শেষে গতকাল রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে সিরাজদিখানে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের (পাশের সড়ক) নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে আসে। তখন বৃষ্টি হচ্ছিল। সামনে গাড়ি দেখতে পেয়ে মোটরসাইকেলের চালক হঠাৎ ব্রেক চাপেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চার আরোহী ছিটকে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা শ্রীনগরগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আওলাদ, হাবিল ও কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন ইমন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ইমনকে উদ্ধার করে তারা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক