বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সভাপতি ও আনিস উজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে খণ্ডে খণ্ডে মিছিলসহ নেতাকর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করে। সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হয়। সভাস্থল কাদা-জলে একাকার হয়ে যায়।
বেলা ১১টার পর অতিথি ও সমন্বিত বিএনপির নেতারা সভাস্থলে উপস্থিত হন। জাতীয় ও দলীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অনুপস্থিতিতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলার বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, শেখ সাদি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী, এজেডজি রশিদ রেজা বাজু, মোস্তাফা শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জামান ও নাফিজ আহমেদ খান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিডিপ্রতিদিন/কবিরুল