রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন সংগঠকদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তৌফিক আহমেদ হৃদয় নামে এক সংগঠক পদত্যাগ করেছেন। এর আগে ১৮ মে রংপুর জেলা ও মহানগর কমিটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগ তুলে একযোগে ১৬ জন পদত্যাগ করেছেন। তৌফিক আহমেদ হৃদয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আজ আমি তীব্র ক্ষোভ ও গভীর ঘৃণা নিয়ে বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির সংগঠক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।
আজ ইতিহাসের কাছে দায়বদ্ধতা থেকে আমার এ সিদ্ধান্ত। যেন কেউ না ভাবে আমরা সবাই নীরব ছিলাম।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা, সংগঠনের অভ্যন্তরে চাঁদাবাজ-দালালদের দাপট ও অপকর্মের বিরুদ্ধে শুরু থেকেই কেন্দ্রীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া এবং কেন্দ্রীয় নেতৃত্বের চরম নজরদারিহীনতা মূল কারণ উল্লেখ করে রবিবার রাতে সমাজমাধ্যমে এমন স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এ সংগঠক।