চট্টগ্রামে যুবলীগের এক নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল যুবক। শুক্রবার রাতে রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মো. ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ফোরকানকে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে বিগত সরকারের সময় মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে, সাতকানিয়া পৌরসদরের আশেকের পাড়া নিজ বাড়ি থেকে উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক ভোলাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার এসআই মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।