বুন্দেসলিগার ২০২৪-২৫ মৌসুমে গোল উৎসবের মধ্য দিয়ে দারুণভাবে শেষ করেছে বায়ার্ন মিউনিখ। শক্তিতে অনেকটাই পিছিয়ে থাকা হফেনহাইমের মাঠে ৪-০ গোলের জয় তুলে নিয়ে মৌসুমের পর্দা নামায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
শেষ রাউন্ডের ম্যাচে বায়ার্নের পক্ষে একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, সের্গে জিনাব্রি ও ইংলিশ তারকা হ্যারি কেইন। এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে বাভারিয়ানরা।
এই মৌসুমেও বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেইন। এবার তার গোল সংখ্যা ২৬। গত মৌসুমে তিনি করেছিলেন ৩৬ গোল। ফলে ইতিহাসে নাম লিখিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
অন্যদিকে, শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বায়ার লেভারকুজেন। শাবি আলোনসোর দল ৩৪ ম্যাচে ১৯ জয় ও ১২ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মৌসুম শেষ করে। শেষ ম্যাচে মাইন্সের মাঠে ২-২ গোলে ড্র করে তারা। তবে এই ড্রয়ে একটি রেকর্ড গড়েছে লেভারকুজেন-বুন্ডেসলিগায় টানা ৩৪টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড, যা ভেঙে দিয়েছে বায়ার্ন মিউনিখের আগের রেকর্ড।
চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট নিশ্চিত করেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রাঙ্কফুর্ট ৩৪ ম্যাচে ১৭ জয় ও ৯ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। অন্যদিকে, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ডর্টমুন্ড চতুর্থ স্থান অর্জন করে। শেষ সাত ম্যাচে ৬টি জিতে তারা দশম স্থান থেকে উঠে এসেছে। তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট।
ইউরোপা লিগে খেলবে পঞ্চম স্থানে থাকা ফ্রেইবুর্ক (৫৫ পয়েন্ট)। আর ষষ্ঠ স্থানে থাকা মাইন্স (৫২ পয়েন্ট) খেলবে ইউরোপা কনফারেন্স লিগে।
অন্যদিকে, হোস্টেন কিল ও বোহম দ্বিতীয় স্তরে অবনমন হয়েছে। ষোড়শ স্থানে থাকা হাইডেনহাইমকে পড়তে হবে রেলিগেশন প্লে-অফের মুখে।
বিডি প্রতিদিন/মুসা