বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবারের আইপিএল ম্যাচটি এক বলও মাঠে গড়ানোর আগেই ভেস্তে গেল বৃষ্টির কারণে। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স উভয় দলকেই ১ পয়েন্ট করে দিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই ম্যাচ থেকে একটি পয়েন্ট পাওয়ায় ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ দাঁড়াল ১২ পয়েন্টে, যা তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে। অন্যদিকে, ১২ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আরসিবি, এতে তারা কার্যত প্লে-অফ নিশ্চিত করেছে।
ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে আবহাওয়া পূর্বাভাসেই বলা হয়েছিল, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০%। রাত ৯টার দিকে বৃষ্টি কিছুটা কমলেও পরে তা আবার তীব্র হয়ে ওঠে। চিন্নাস্বামী স্টেডিয়ামের উন্নত ড্রেনেজ ব্যবস্থাও পরিস্থিতি সামাল দিতে পারেনি। আউটফিল্ডে জল জমে যাওয়ায় সুপার সপার দিয়েও খেলা উপযোগী করা যায়নি মাঠ, এমনকি টসও করা সম্ভব হয়নি।
প্লে-অফে জায়গা করে নিতে হলে কলকাতার শেষ দুই ম্যাচেই জয় পাওয়া প্রয়োজন ছিল। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সম্ভাবনার ইতি ঘটেছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতাকে এবার বিদায় নিতে হলো আইপিএল থেকে।
বিডি প্রতিদিন/মুসা