অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাইবার নিরাপত্তা প্রদান করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। বিশেষ করে নারীদের সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার ঢাকার আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস ২০২৫’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এসময় উপদেষ্টা বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং, সর্বস্তরের জনগণ যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে, সে জন্য মূল্য যুক্তিসঙ্গতভাবে কমিয়ে আনতে হবে। তিনি জানান, আইআইজি পর্যায়ে সরকার ইতোমধ্যে দাম কমিয়েছে, যার সুফল গ্রাহকরা দুই-এক মাসের মধ্যেই পাবেন।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেলেও কৃষি ও স্বাস্থ্যসহ অন্যান্য খাতে এর ব্যবহার আরও বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
বিশ্বের অন্যতম উদ্ভাবনী ও গতিশীল খাত হিসেবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে তরুণ ও নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দেন উপদেষ্টা। তিনি বলেন, যেভাবে তৈরি পোশাক খাতে নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেভাবেই তথ্যপ্রযুক্তি খাতে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে।
তিনি জানান, জেলা থেকে থানা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনগণ যাতে মৌলিক সেবা নিতে গিয়ে কোনো দুর্নীতি বা ঘুষ বাণিজ্যের শিকার না হয়, সে জন্য ‘হিউম্যান টাচ’ কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে সব কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
অনুষ্ঠানে হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। টেলিকম সেবা প্রদানকারী সংস্থাগুলোকে ই-লাইসেন্স প্রদানের মাধ্যমে ই-সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এছাড়া রবি আজিয়াটা কর্তৃক জুলাই মাসে গণ-আন্দোলনে আহতদের মাঝে ডিজিটাল ছড়ি বিতরণ করা হয়।
পরে উপদেষ্টা বিটিআরসি ভবনের নিচতলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতনির্ভর উদ্ভাবনী কাজের প্রদর্শনী ঘুরে দেখেন।
‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিবসটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব (রুটিন দায়িত্ব) মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ)-এর মহাসচিবের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক