আইনের মধ্য থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। গতকাল সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক এক কর্মশালায় তিনি সবার প্রতি এ আহ্বান জানান। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। তথ্য সচিব বলেন, ‘সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইন জানা থাকলে দায়িত্ব পালন সহজ হবে। আমরা যদি মামলায় হেরে যাই, তবে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক।’ কর্মশালায় তিনি আইনের মধ্য থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মশালায় অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মিও। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।