প্রয়াত গুণীদের স্মরণে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘মনীষী স্মরণ’ শীর্ষক স্মরণানুষ্ঠান। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে আলোকচিত্রী মনজুর আলম বেগ ও আনোয়ার হোসেনকে স্মরণ করা হয়। স্মৃতিচারণ ও প্রবন্ধ পাঠ দিয়ে সাজানো ছিল এ স্মরণানুষ্ঠান। ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক এ আয়োজনের প্রথম পর্বে স্মরণ করা হয় আলোকচিত্রী মনজুর আলম বেগকে। এতে প্রবন্ধ পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রী প্রয়াত মনজুর আলম বেগের ছেলে আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ এবং আলোচক ছিলেন আলোকচিত্রী আমিরুল রাজীব।
দ্বিতীয় পর্বে ‘আলোকচিত্রী আনোয়ার হোসেন’কে নিয়ে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন লেখক, শিক্ষক ও সাংবাদিক সুদিপ্ত সালাম এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন শিল্প আলোচক মইনুদ্দিন খালেদ। বক্তারা প্রয়াত গুণীদের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন। এতে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।