বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক শাখাওয়াত হোসেন আওলাদ এবং খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, শনিবার রাতে তুরাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট খিলগাঁও থানার গোরান এলাকায় গুলিবিদ্ধ হওয়া ভুক্তভোগীর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ওপর হামলার অভিযোগে করা আরেকটি মামলারও আসামি।