বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বাংলাদেশ যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। সেলিম বলেন, বাংলাদেশের বাস্তবতায় এবং ইতঃপূর্বে আমাদের সঙ্গে সংস্কার কমিশনের যে আলাপ-আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত্য পাইনি। তা ছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের ইতিহাস নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা নতুন ধারণা। যার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে। আমরা দেখেছি, এই দেশের জন্য এটি প্রযোজ্য নয়। তিনি আরও বলেন, যে নির্বাচনে একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তিনি জানবেন না যে, কাকে তার মূল্যবান ভোট দিয়েছেন, আর তার সেই ভোটে কোন দলের কোন এলাকার কোন ব্যক্তি নির্বাচিত হয়েছেন। সেটা সঠিক নির্বাচন হতে পারে না।