বাসদ ও বিএনপি নেত্রীসহ এলাকাবাসীর বাধায় বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি সিটি করপোরেশন। গতকাল নগরীর চৌমাথা কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। অভিযানে বাধা দেওয়া দুই নেত্রী হলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস বলেন, চৌমাথার সাহান আরা বেগম পার্ক থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস পর্যন্ত এলাকায় ২০টি দোকান রয়েছে। দোকানগুলোর কারণে পাশের একটি সড়কে মেরামত কাজ থমকে আছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করতে গেলে বাধা দেওয়া হয়। তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে না সরালে উচ্ছেদ করা হবে।
আবদুল মালেক হাওলাদার নামে এক দোকান মালিক বলেন, ৩০-৩৫ বছর ধরে চলা আমাদের দোকান অবৈধ বলে নোটিস ছাড়াই উচ্ছেদে আসে সিটি করপোরেশন। উচ্ছেদ করতে হলে আগে আমাদের পুনর্বাসন করে তবেই উচ্ছেদ করতে হবে।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, প্রতিটি উচ্ছেদের একটি নিয়ম রয়েছে। সিটি করপোরেশন নিয়মবহির্ভূত কার্যক্রম করছে বলে দোকানিদের পাশে দাঁড়াই। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমরা সড়কের ওপর দোকান থাকলে সেগুলো উচ্ছেদ করব।