রাঙামাটির রাজস্থলীতে দুটি অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম মো. হানিফ মিয়া (৫৮)। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের রাঙ্গুনীয়া চৌমুহনী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি রাঙামাটির রাজস্থলী উপজেলায় আসছিল। কিন্তু সিএনজিটি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরও একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজি থেকে ছিটকে পড়ে যায় চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া উপজেলার মরিয়ম নগর পরস পাড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. হানিফ মিয়াসহ আরও একজন। স্থানীয়রা তাদের উদ্বার করে দ্রুত রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় হানিফ মিয়ার।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের মধ্যে হানিফ নামে একজন মৃত ছিল। দুর্ঘটনায় আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রাঙামাটি রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ময়নাতদন্ত ছাড়া পরিবার লাশ নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই