খাগড়াছড়িতে দম্পতি হত্যার মামলায় মফিদুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজা দিয়েছেন আদালত।
মফিদুল ইসলাম মাটিরাঙ্গা থানার গাজি নগর জুম্মাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোস্তাইন বিল্লাহ এই আদেশ প্রচার করেন। আসামিদের মধ্যে আবু দাউদ নামের আরেক আসামিকে খালাস প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এডিশানাল পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন।
ঘটনার বিবরণে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ জুন বিকেলে স্বামী এনামুল হক ও স্ত্রী পারভিন আক্তারকে কুপিয়ে হত্যা করে মফিদুল। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন এনামুলের ভাই মোহাম্মদ শামীম রেজা।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন, চার্জশীট দায়ের করার পরে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরবর্তীতে যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার এ আদেশ প্রচার করেন। আসামি জামিনে যাবার পর সকল ধার্য্য তারিখে হাজির থাকলেও রায় প্রকাশের তারিখে আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার এজাহারকারী শামীম বিজ্ঞ আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল