বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের বাসায় গিয়ে তার মায়ের খোঁজখবর নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মিরপুর ১২ নম্বরে শহীদ শাকিলের মা একটি ভাড়া বাসায় থাকেন। এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম, ঢাকা মহানগর (উত্তর) যুগ্ম সদস্যসচিব রতন তালুকদার, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আন্তর্জাতিক সম্পাদক মাহবুব ইরান, সম্মিলিত পেশাজীবী সংহতির অর্থ সম্পাদক কাঁকন বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (মিরপুর জোনের) আহ্বায়ক রাব্বি খানসহ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। শহীদ শাকিলের মায়ের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় জোনায়েদ সাকি বলেন, শহীদ শাকিলসহ অভ্যুত্থান চলাকালে আওয়ামী ফ্যাসিস্টদের হাতে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ফ্যাসিস্টদের বিচার না করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সব সময় শহীদ শাকিলের মায়ের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন জোনায়েদ সাকি।