প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য– এই (চলতি) বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সেই সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে।’
নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তুতি তো সব সময়ের। আমরা (নির্বাচন কমিশন) হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই সব সময়ই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয়।’
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম