বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর হাসিনার নেতৃত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দুর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে এর বিচার দ্রুত হওয়া দরকার। হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে এবং যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
গতকাল বিকালে শহরের জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তবুও উনার এখনো যথেষ্ট মনোবল ও সাহস আছে। তিনি বলেছেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না কর এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনি প্রক্রিয়া যদি না কর তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না।