খুলনায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। সারা দিনে তপ্ত গরমের মাঝেও পছন্দের পোশাক কিনতে এ দোকান থেকে সে দোকানে ছুটছেন ক্রেতারা। সন্ধ্যার পর মার্কেটগুলোতে ভিড় যেন উপচে পড়ে। এবার খুলনায় তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি থ্রিপিচ- আঘানূর, জিমি-চু, নূরস, বিনতে নূর, অর্গানজা। এসব পোশাক সর্বনিম্ন তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুলনার নিউমার্কেট, শপিং কমপ্লেক্স, রেলওয়ে মার্কেট, ডাকবাংলা, জলিল টাওয়ার মার্কেটগুলোতে প্রতিটি দোকানে নতুন ডিজাইন ও বাহারি থ্রিপিস সাজিয়েছেন বিক্রেতারা। খুলনা নিউমার্কেটে আসা ক্রেতা মোস্তাফিজ রহমান জানান, রোজার শুরুর দিকে পোশাকের দোকানে ভিড় না থাকলেও এখন পা ফেলার উপায় নেই। বিক্রেতারা বলছেন, নানা কারণে বিগত কয়েক বছর পোশাক বাজারে ভালো ব্যবসা হয়নি। এবার ঈদে বড় বাজেট নিয়ে ভালোমানের পোশাক সংগ্রহ করেছে বিক্রেতারা। ক্রেতাদের আগ্রহ ও বেচা বিক্রি সন্তোষজনক।
এদিকে শহরতলির বাজারগুলোতে জামা কাপড়ের পাশাপাশি গহনা, জুতা স্যান্ডেল ও কসমেটিক্সের দোকানে বেশি ভিড় রয়েছে। খুলনার তেরখাদা, পাইকগাছা, কয়রা, দাকোপ ও ফুলতলা উপজেলার বিভিন্ন মার্কেটে কেনাকাটার ধুম পড়েছে। তেরখাদার কাটেঙ্গা বাজারের জুয়েল বস্ত্রালয়ের বিক্রেতা জুয়েল মোল্লা জানান, এবার বেচা বিক্রি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। পাকিস্তানি থ্রিপিসের চাহিদা বেশি। এছাড়া পাঞ্জাবি, শাড়ি, লেহাংগা, বাচ্চাদের জামা-কাপড়, প্যান্ট, শার্ট, টি শার্টসহ বিভিন্ন রকমের পোশাকের দোকানে ভিড় রয়েছে ক্রেতাদের।