চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলমকে (৫০) ২৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। খোরশেদ শোভনদন্ডী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোরশেদের বিরুদ্ধে পটিয়া থানায় ১৯৯৭ সালে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে আদালত সাজাও প্রদান করেন। এরপর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ