দিনাজপুরের খানসামা উপজেলায় এসএসিপি-রেইনস শীর্ষক প্রকল্পের আওতায় খামারীদের ইন্ডিভিজুয়াল মডেল বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যক্তি উদ্যোগে সফল খামার গড়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন খামারী অংশগ্রহণ করেন।
রবিবার খানসামা উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির, এসএসিপি-রেইনস প্রকল্পের জুনিয়র মনিটরিং অফিসার হেমন্ত রায়সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ