স্থলপথে বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সরকারিভাবে কোনো চিঠি না আসায় দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
আজ রবিবার বেলা ১১টায় ফোনে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ পামানা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোন ধরণের চিঠি আসেনি। ফলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতোই স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য, জুস ও পাট জাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
বিডি প্রতিদিন/হিমেল