বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের অতীত কর্মকান্ডের বিচার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সরকার গঠনপূর্বক জনপ্রত্যাশিত অবাধ-নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় ঐক্য গঠনে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান।মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান মিজু, আবুল কাসেম মজুমদার, এম আর করিম, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের বিচারকাজ সম্পন্ন করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রকৃত দোষী ব্যক্তিদের ছাড়া ফরমায়েশি মামলা দিয়ে নিরীহ জনগণের ভোগান্তি না বাড়িয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।