ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটানোর জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ১৪টি মিটারগেজ লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবমিলিয়ে এবার ঈদ উপলক্ষে প্রতিদিন ১৬টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। এসব ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৪২০টি। শুক্রবার দুপুর ২টা থেকে অনলাইনে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এদিন ২৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ঈদের আগে আন্তনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয় ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ। অপরদিকে ঈদ ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, শুক্রবার দুপুরের পর অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ১৬টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।