বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ^াস করে বলেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিগত ১৭ বছর আন্দোলন করেছি। আমরা চাই, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। গতকাল সন্ধ্যায় নরসিংদীর পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া ইউনিয়নের সমন্বয়ে লাল মিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুব আলম, হাজী আবদুর রশিদ, মনির হোসেন, লাল মিয়া মেম্বার, আবু সিদ্দিক মিয়া, মো. তারিক হোসেন রানা প্রমুখ।