বাংলাদেশস্থ বিদেশি কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতারে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। এতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড অ্যাম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানোত্তি, চীনের পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, অ্যাটাসি ঝেং ঝিহান, ইরানের হেড অব পলিটিক্যাল সেকশন জাভেদ আসকারী, পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর জামিল আহমদসহ কূটনৈতিক মিশনের সদস্যরা, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক প্রমুখ।
স্বাগত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সংবিধান, নির্বাচন, প্রশাসন, অর্থনীতিসহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় হয়েছে। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা আশাকরি এসব ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বন্ধুপ্রতিম সব দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।