মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু এখন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে। গতকাল এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজিবকে আটক করেছে যৌথ বাহিনী। এর আগে বৃহস্পতিবার শ্বশুর হিটুকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ। মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চার মাস আগে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের ফেরদৌস শেখের মেয়ের সঙ্গে হিটু মিয়ার ছেলে সজিবের বিয়ে হয়। কনের ছোট বোন স্থানীয় জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। কয়েক দিন আগে বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ঘুমন্ত অবস্থায় সে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় তার বড়বোনসহ স্থানীয়রা দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান, মেয়েটি ঢাকা মেডিকেলে চিকিৎসারত আছে। তার অবস্থা সংকটাপন্ন। সকলে তার জন্য দোয়া করবেন। এ ঘটনায় অভিযুক্ত পিতা পুত্রকে আটক করা হয়েছে।