বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের জনগণ সুযোগ দিলে সমৃদ্ধির দেশ গড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা পারব সেই সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের দুজন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাদের কোনো ধরনের দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। জনগণ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব।
ঢাকা লেডিস ক্লাবে গতকাল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, দৈনিক সংগ্রামের সম্পাদক আজাদ মীর প্রমুখ।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দুর্ভাগা জাতি ১৯৭১ সালে রক্তের বিনিময়ে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু সমৃদ্ধ দেশ গড়তে পারিনি। ’২৪-এ অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। দেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু এখন স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন করা গেলে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সংযমের মাস রমজান। এ মাস আমাদের সত্যবাদী হওয়া শেখায়। আংশিক সত্য কখনো সংবাদ নয়। সত্য ও মিথ্যা মিশ্রিত তথ্যও সংবাদ নয়। আমরা যেন সবাই সত্যের পক্ষে সব সময় থাকতে পারি।