শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (শাবিপ্রবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ প্রকাশ করা হবে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, ৯ মার্চ ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি সকালে বি ইউনিট ও দুপুরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।