জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা। কবর জিয়ারত শেষে এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল নয়টি ছাত্র সংগঠনের প্রতিনিধির সঙ্গে পরিচিতি সভা ও মিষ্টিমুখ করেন নেতারা। সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাবি শাখার আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু প্রমুখ।