বসুন্ধরা হাইজিন ‘বার্ষিক সেলস মিট-২০২৫’ জাঁকজমকপূর্ণভাবে ১৯-২০ ফেব্রুয়ারি কক্সবাজারে হোটেল দ্য কক্স টুডেতে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল একতা, পারফরম্যান্স ও সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিএসও মো. মাসুদুর রহমান, সিএফও কামরুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবুল হাসানসহ বসুন্ধরা হাইজিনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৪ শতাধিক বিক্রয় প্রতিনিধি। সেলস মিট-২০২৫-এ অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন দিকনির্দেশনা ও সাংস্কৃতিক পরিবেশনা। নতুন ব্যবসায়িক কৌশল নির্ধারণের পাশাপাশি সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন। বসুন্ধরা হাইজিন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের দ্বারা তাদের কর্মীদের উৎসাহ প্রদানের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করে।