দেড়যুগ আগে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিরপুর এলাকার বি ব্লকের মৃত হায়দার হোসেনের ছেলে জহিরুল ইসলাম জহির ও কাফরুল থানা এলাকার বি ব্লকের মৃত হেলাল উদ্দিনের ছেলে আ. রহিম ওরফে চঞ্চলকে। যাবজ্জীবন সাজা পেয়েছেন ঝালকাঠির আ. করিম, মুন্সিগঞ্জের হাতী বাবু, একই জেলার মোফাজ্জল হোসেন ও রাজধানীর টিকাটুলী এলাকার তারেক।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১২ মে রাত ১০টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক নিজ খামারে অবস্থান করছিল। খামারটি পল্লবী থানাধীন প্যারিস রোডের ডি ব্লকে অবস্থিত। এ সময় রাত ১০.১০ মিনিটের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মিসেস তাসলিমা বেগম (৩১) রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট আটজনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপপরিদর্শক মো. আসলাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।