লেনদেনে সূচকের উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে।
ডিএসই : লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বেড়েছিল ২৪ পয়েন্ট। ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকা বা ১২ শতাংশ। লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টি বা ৪৪.৪৭ শতাংশের। আর দর কমেছে ১৫৩টি বা ৩৮.৪৪ শতাংশের। দর পরিবর্তন হয়নি ৭২টি বা ১৮.০৯ শতাংশের। লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। ১৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে কোম্পানিটির। ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় শীর্ষে থাকে বিচ হ্যাচারি এবং ১২ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় শীর্ষে স্কয়ার ফার্মা। সিএসই : ৩১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ২৭টির। সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৪ পয়েন্টে।