চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। এ সময় আরেকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সালেহ আহমদ (৪২)। শুক্রবার ওই ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর ১২টার দিকে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রধারীরা সালেহ আহমদকে গুলি করে। এরপর জামশেদকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলিবিদ্ধ হওয়ার কথা বললেও আঘাতের চিহ্ন দেখে গুলির ঘটনা ঘটেছে বলে মনে হয় না। এ ছাড়া আহত ব্যক্তিরা থানায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।