প্রখ্যাত ইসলামী বক্তা ও মুফাসসেরে কোরআন ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, এই দেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে চলবে না। মনে রাখবেন, যখন আমরা সবাই মিলিত থাকি তখনই আমরা কেবল শক্তি। আমাদের এই শক্তিকে আগামীতে ইসলামের জন্য কাজে লাগাতে হবে।
গতকাল বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার আ¤্রকাননে জাবানুল নূর ফাউন্ডেশন আয়োজিত এক তাফসির মাহফিলে এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান আজহারী আরও বলেন, এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, যার কারণে আমাদের অনেক কিছু বুঝেশুনে চলতে হয়। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নিবেন না, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ এবং বিচার করার ক্ষমতা হাতে তুলে নেবে।
আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসির মাহফিলে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, মাওলানা আবু বাক্কার প্রমুখ।