বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে তিনটি আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে। সে হিসেবে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম ‘বিজয় ২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব হলের নাম ‘তাপসী রাবেয়া বসরি হল’ ও শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল হল’ রাখা হয়েছে। এ ছাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ^বিদ্যালয়’ রাখা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দেওয়া ২২ দফার মধ্যে এসব পরিবর্তন ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় নাম পরিবর্তন করা হয়েছে।