লাইফ এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা ভার্চুয়ালি করা যাবে না বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ। ১৭৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে আইডিআরএ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, লাইফ এবং নন-লাইফ বিমাকারী কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না, প্রত্যেককে সব ধরনের সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের অধিকাংশ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরা আত্মগোপনে রয়েছেন। ভার্চুয়ালি পর্ষদ সভায় উপস্থিত হয়ে পদ রক্ষা করছেন। আইডিআরএ নতুন নির্দেশনার ফলে এসব পরিচালক পরপর তিনটি পর্ষদ সভায় অনুপস্থিত হলে পরিচালক পদ হারাবেন। ইতোমধ্যে অনেক ব্যাংকের পরিচালক পর্ষদ থেকে বাদ পড়েছেন।