ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। রবিবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের অবস্থান শনাক্ত করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ