চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মীরেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩৫)। তিনি স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মীরেরহাট বাজার এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বেড়েছিল। এসব অপরাধে বাধা দিতেন বেলাল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের প্রায় সবাইকে চিনতেন বেলাল। তিনি প্রতিদিন রাতের বেলা বাজারেই থাকতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে পাহারা দিতেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডি-প্রতিদিন/সুজন