বাংলাদেশ বর্ডার গার্ড খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আর বি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়।
এসময় তাদের কাছে থাকা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।
রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই