নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে সদরের নয়াপাড়া গ্রামে এই এ ঘটনা ঘটে।
মৃত তামিম একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, সকালে ঘরের কাজ শেষ করে পানির মটরের সুইচের পাশে হাত ধুতে যায় তামিম। এসময় অসর্তকশতাবশত বিদ্যুতের খোলা তারে স্পর্শ করলে শর্ট সার্কিট হয়। এতে সে বিদ্যুৎতাড়িত হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/কামাল