রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে বস্তাবন্দি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ঐ যুবককে শ্বাসরোধে হত্যা করে, বস্তাবন্দি করে ঐ স্থানে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। গেঞ্জির কাপড় দিয়ে গলায় ও দু'পা বাঁধা অবস্থায় ছিল।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া