কামারখন্দ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জড়িত সকল আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারোটা কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। হাজী কোরপ আলী কলেজসহ অন্যান্য কলেজের কামারখন্দ ছাত্র সমাজ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে ধর্ষণকারী এবং ধর্ষণের সাথে যারা জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির করতে হবে। একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আল আমিন, কামারখন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।
উল্লেখ্য, ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)। ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন