পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে ফার্মগেটের প্রধান সড়কে যানবাহন চলাচল। তেজগাঁও, বিজয় সরণি ও শাহবাগমুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
এর দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক যুবক নিহত হন। নিহত সিফাত স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। এ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছিল।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।
তিনি আরও জানান, সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
* সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
* ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
* নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
* দুর্ঘটনা ও যানজট এড়াতে রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
* শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তিনটি স্পিডব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
অবরোধ চলাকালে ফার্মগেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি