বরিশাল নগরীর অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের অনুদান দেয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া অনুদানের বৃহস্পতিবার তাদের হাতে তুলে দেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার সংস্কৃতির মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও সংস্কৃতিসেবীদের সাহাযার্থে তাদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় বরিশালের ২৭ জনকে কল্যাণ ভাতার চেক দেয়া হয়েছে।
তিনি বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে হবে। সামাজিক কাজ বাড়াতে হবে। এর ফলে সমাজ থেকে মাদক ও অনৈতিক কাজ দূর হবে। এসময় তিনি বরিশালের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সংস্কৃতিসেবীদের সুস্থ সংস্কৃতি ধারণ করার আহবান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ