সারাদেশের মতো কাল রবিবার থেকে বরিশালেও শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবীব, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ-ভূমি সংস্কার কমিশনার মৃনাল কান্তি দে, জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহাফেজ খানা চত্ত্বরে রবিবার বিকেল তিনটায় এ মেলা উদ্বোধন করা হবে। মেলায় আটটি ষ্টল থাকবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন জানান, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভ‚মিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত সারাদেশের ন্যায় বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা হবে। তিন দিনব্যাপী এই ভূমি মেলায় নাগরিকগণ ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ ভূমিসেবা পাবেন।
তিনি আরও জানান, ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা, স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো এবারের মেলার মূল উদ্দেশ্য।